খবর কিছু খবর

আনন্দ আকাশ, বাংলা

যতই বাইরে থাকি , দিনে একবার বাংলা কাগজ না পড়লে মনে হয় কিছু একটা মিস করছি । এখন তো আর সকাল সকাল কাগজ নিয়ে বসা হয় না, অফিসের কল আর শাওয়ার এর জলে ঘুম ভাঙে । তো দিনের শেষে একবার ল্যাপটপে বা মোবাইল এ একবার কাগজ টা দেখেই নি । এটা একটা স্ট্রেস বাস্টার ও বলতে পারেন , কেন ?

নিচের খবর গুলো দেখুন- আমাদের বাংলার নামকরা দৈনিকের ফ্রন্ট পেজ নিউজ :

১.”ঘরনির ভয়ে পুলিশ-শরণে মহানাগরিক”

২.”মেয়রের গৃহযুদ্ধে বাড়িতে বাউন্সার”

৩.”বীরভূম-মুর্শিদাবাদে মনোনয়নেও ভূত ”

৪.”বাংলায় এখন এক গাছে আম কাঁঠাল ফলছে : মন্ত্রী ”

৫. ” সুরা পানে আসক্তি সারমেয় র ”

৬. ” প্রিয়া ভারিয়াল এর নতুন ভাইরাল পোস্ট ”

৭.”ছোট বৌমার বিরুদ্ধে বড়বৌমা কে প্রার্থী হিসেবে দাঁড় করলেন শ্বশুর ”

আরো আছে , এক খবর নিয়ে ৩ -টে কাগজে ৩ রকম স্ট্যাটিসটিক্স, আপনাকে আসল খবর জানতে রীতিমতো ফেলুদা টাইপ এর মগজাস্ত্র প্রয়োগ করতে হবে , কমপ্লেক্স ডেটা এনালাইসিস আর কি !

ভাই এর হরিণ থেকে , পিসির ছবি ,রাজনীতির গদি থেকে রণবীরের সর্দি , এই সবই তো খোরাকের খাজানা !

তো , ঝালে ঝোলে অম্বলে , বিজেপি – তৃণমূলে, এরকম চলছে চলতে থাকুক । আমাদের খবর নিয়ে কথা ,ওটা না পড়লে যে পিছিয়ে পড়বো ! সো , ঘন্টাখানেক সঙ্গে থেকে নিখাদ নিজের রসবোধের যত্ন নিন ,যুক্তি তর্কের দরকার নেই !! অন্তত আপনার সকালের সবজি বাজার , মাছের বাজার , ছেলের স্কুল এসবের মাঝে আপনাকে দুনিয়া টা ঘুরিয়ে আনছে মাত্র কিছুক্ষনের মধ্যে !! তাই , “বর্তমানে “ থাকুন , “ আনন্দে “ থাকুন , “প্রতিদিন“ “সকালবেলা“ খবরের কাগজ পড়তে থাকুন !!

ছবি উৎস ~ clipartmag.com
অলংকরণে ~ আনাড়ি মাইন্ডস
কলমে ~ আনন্দ