নতুন জুতা

Conversation, Durgapuja, Saddest Stories Are The Best Stories, Short Story, Story, আদতে আনাড়ি, বাংলা

তুমার কনও গ্য়িয়ান যে কবে হবেক কে জানে!

ক্যানে? কী হইছে?

মাঝরাত পেরায়ে গ্যাছে সে খেয়াল আছে তুমার, নাকি কলকেতা যেয়ে সিটাও ভুলছ?

শুনঅ ত আগে। একটা ভাল খবর আছে বলেই ন ফোন কইরলম।

কী খবর?

আমি ফাস্ট হয়েছি!

মানে?

মানে এই এত্তগুলান লোকের মাঝে আমি ইখানে পত্থম হইছি।

সত্যি?

বাবা ভৈরবের দিব্যি।

– …

কী হ্যল? কথা বইলবে  ত।

কী বইলব?

যা হোক কিছু।

ফাস্ট হলে যে, উয়ারা কিছু দিবে তুমাকে?

বাবু বইলেছে একটা সনালি রঙের মেডেল দিবে। হাঁই বড়, দু তিন ফুট তো হবেকই!

হুম

তুই খুশি লোস?

তুমার খুশি হলেই খুশি। তবে ব্যাটার লেগে দুটা জুতা লাগবেক, জাড়মাস আসছে।

তুমি কিছু চিন্তা করনি বৌ, অষ্টমীপূজার দিনে আবার হবেক বইলেছে, উদিন জিতে দুশ টাকা চেয়ে লিব আমি। ব্যাটার জুতা আমি লিয়েই আসব কলকেতা থেইক্যে।

তুমি সাবধানে থাকঅ।

ঠিকাছে, বাবুরা ডাক দিয়্য়েছে, ভোর তক ঢাক বাজাব, তুমি ঘুমায়ে পড়ো ইবার।

 

~~~☀️ সমাপ্ত ☀️~~~

লেখকসপ্তর্ষি বোস

প্রচ্ছদ ~ google

www.facebook.com/anariminds

#AnariMinds #ThinkRoastEat