বড়দিন

কবিতার খাতা, বাংলা

শীতল রাতে লাল ওয়াইনের রঙে রাঙলো কলকাতা ।

লাল টুপি মাথায় স্যান্টা দিচ্ছে উপহার , চারিদিকে জনজোয়ার।

প্রচণ্ড দামি জুতোর পদক্ষেপের আওয়াজে হারিয়ে যাচ্ছে গাইডিং স্টারের মহিমা।

নাচ্ছে শহর , কখনও টলছে – বাড়ি গাড়ি হোটেল রেস্তোঁরা সব।

অস্থির বাচ্ছাটার গায়ের তাপমাত্রা কমাতে পারছে না তার ভিখারি মায়ের বুক।

তাও এড়াচ্ছে না নোংরা পুরুষের কদর্য দৃষ্টি।

বেঁড়ে চলছে বটে কিসমাস।

“ওই কেক টা খাব না মা, ওটা কমা” বলল ট্যাক্সি থেকে নামা বাচ্চাটা।

সদ্য মরণ সঙ্কোচন হওয়া ভিখারি মায়ের শিশুটা শূন্যে হাত ছুড়ে দিল – শেষবারের মত,

প্রশ্ন করল – “আমার প্রাণটার দাম কি ওই কেকটার চেয়েও কম ছিল কাকিমা ?”

কোনও উত্তর এলো না।

কুঁড়িয়ে পাওয়া একটা লাল টুপি মাথায় দিয়ে কোলাহলের মাঝে হারিয়ে গেল প্রশ্নটা।

বোধহয় দেখা করতে গেল অন্য প্রশ্নগুলোর সাথে।

কলমে ~ গুলগুলভাজা
ছবি উৎস ~ indiancatholicmatters.org
অলংকরণে ~ আনাড়ি মাইন্ডস