ষোলো আনা চাই তোকে

Humor, উড়ো চিঠির লেটারবক্স, কবিতার খাতা, বাংলা

প্যাচাপ মানে ধরছি তোকে, ব্রেকাপ হলে ছাড়ছি কই!
দূরে যাওয়ার প্রশ্ন এলেই, উত্তরে “না” অবশ্যই।

রৌদ্র মানে ঝলমলে মুখ, বৃষ্টি এলে মুছছি জল।
নতুন কোনও গল্প লেখার স্বপ্ন নিয়ে পালাই চল।

যুদ্ধ মানে তুমুল লড়াই, ঝগড়া মানে অশান্তি।
এক থেকে দুই হওয়ার আগে, স্বার্থগুলোয় লাগাম দিই।

কথার তুফান টেবিল কাপে, ছলকে পড়ুক গরম চা।
যন্ত্রণাতে চুমুক লাগাই! শোকের আগুন তফাৎ যা।

স্বাধীন-চেতা বুদ্ধি দরাজ, বাধ্য হলেও ডানপিটে।
তারপিনে মন ধুচ্ছ ম্যাডাম! আবেগ ভীষণ চিটচিটে।

অতীত-মেটা জোর দিই চল্ ভবিষ্যতের সেভিংসে।
ভালোবাসা নিভৃতে আর ঝগড়া থাকুক প্রকাশ্যে।

জীবন মানে ‘এই তো আছি’! রাগ অভিমান। এক শ’ কেস!
শেষ শুনানি শোনার আগে ষোলো আনা চাই তোকে।

কলমে ~ সুদীপ্ত
ছবি উৎস ~ Penterest.com
অলংকরণ ~ আনাড়ি মাইন্ডস