গোলাপ

‘ভেবেছিলাম ঠিক একটা নেব, দাম টাম সব দেখে
দামটা শুনেই আঁতকে উঠে পকেট গেছে কেঁপে।’
‘নাও না দাদা একটা গোলাপ,হবে পঁয়ত্রিশ করে
চায়ের কাপে মুখ ডুবিয়ে পেটটা যাবে ভরে৷’
#কবিতার খাতা #ভ্যালেনটাইন ডে #আদতে আনাড়ি

ছায়াপথিক

বাসো কি এখনো ভালো?
তবে নিয়ে যেও আমায় আবার
আকাশকুসুমে ভরা ছাদে
তোমার সাথে অনেক গল্প বাকি
কত কথা বলবো বলে
এখনো গুছিয়ে রাখি

#কবিতার খাতা #ভ্যালেনটাইন ডে #আদতে আনাড়ি

ইতি ভ্যালেন্টাইন

নিয়ম মেনে আসতে চেয়েছি কাছে,
সময়টুকু পিছু ডাকছে ভীষন,
অচেনা কিছু উত্তেজনার মাঝে
তোমার কোলের আদর প্রয়োজন।

#কবিতার খাতা #ভ্যালেনটাইন ডে #আদতে আনাড়ি

পুরুলিয়া পাঁচালি – ২

শ্রীকৃষ্ণের খুল্লতাতঃ,শ্রী দেবল সেন,
আসিয়া পুরুলিয়া,মন্দির গড়লেন।
অপদার্থ পাঠানের কামানের গোলা,
খেলিয়া গিয়াছিল ধ্বংসের লীলা।
#AnariMinds #ThinkRoastEat #KobitarKhata

পুরুলিয়া পাঁচালি – ১

খয়রাবেরা ড্যামখানি অতি চমৎকার,
প্রাক্কালে গোধূলিতে ভ্রমণ বেটার।
এরপর সোজা ধাই চড়িদার পানে,
মুখোসের গ্রামখানি ছাপিয়াছে মনে।
#AnariMinds #ThinkRoastEat #Kabitarkhata

বড়দিন

“ওই কেক টা খাব না মা, ওটা কমা” বলল ট্যাক্সি থেকে নামা বাচ্চাটা।
সদ্য মরণ সঙ্কোচন হওয়া ভিখারি মায়ের শিশুটা শূন্যে হাত ছুড়ে দিল – শেষবারের মত,
প্রশ্ন করল – “আমার প্রাণটার দাম কি ওই কেকটার চেয়েও কম ছিল কাকিমা ?”
কোনও উত্তর এলো না।

#KobitarKhata #AnariMinds #ThinkRoastEat