লাল বাতি

Bus, Childhood, Friends, Red, Story, বাংলা

কলকাতা শহরের একটা হাইওয়ে। ট্র্যাফিক সিগনাল টা হলুদ থেকে লাল হতেই নিমেষের মধ্যে এক ঝাঁক বাচ্চা ছুটে গিয়ে ছেঁকে ধরল Toyota, Hyundai, Maruti, Honda-র বিভিন্ন মডেলের চার চাকা গাড়িগুলোকে। বাচ্চাগুলোর হাতে আলু চিপ্স, popcorn, সাবুর পাঁপড় ভাজা। কেউ কেউ নানা রঙের বেলুন নিয়ে, কারো কাছে ধুপকাঠির বাক্স , আবার কারোর কারোর হাতে sunshade board।

সিগনাল সবুজ হতে তখনো কিছু seconds বাকি , ১৩–১২–১১–১০–০৯—–!

“এই লালু , চ’লে আয় এবার…….” রাস্তার ওপার থেকে পটা -র ডাক শোনা গেল। দুজনেরই বয়স ৮-৯ বছর হবে , কি বড়জোর ১০।
“পয়সাটা নিয়ে নিই দাঁড়া …….”

ইতি মধ্যে সিগনাল GO হয়ে গেছে আর গাড়িগুলো -ও চলায়মান।

হঠাৎ দূর থেকে দুটো বাস বেপরোয়া ভাবে রেষারেষি করতে করতে ছুটে এলো। চোখের পলকে বিকট একটা break কষার আওয়াজ!!

“এই এই……..গেলো গেলো…………লালুটা গেলো …….!!”

দুর্ঘটনার ৩০-৪০ second -এর মধ্যেই একটা patrolling police van ঘটনাস্থলে এসে দাঁড়ালো।

“এইখানে এতো গোলমাল কীসের ? এক্ষুনি এখান দিয়ে মন্ত্রীর গাড়ি যাবে……….রাস্তা ফাঁকা করো সবাই। ”

একজন কমবয়সী পুলিশকর্মী চিন্তিত মুখে এগিয়ে এসে সার্জেন -এর কাছে বললো, “একটা বাচ্চা রান ওভার হয়ে গেছে Sir ! HAWKER.”

পটা দেখল তার প্রিয় বন্ধুর নিথর দেহটাকে পুলিশের লোকেরা নিয়ে গিয়ে রাস্তার পাশে সরিয়ে রাখলো। ও ছুটে গেলো লালু -র কাছে। লক্ষী , মনা, বিশু -ও।

মন্ত্রীর গাড়ি দারুণ দাপটে সাড়া জাগানো আওয়াজ ক’রে চলে গেল।

.
.
.
.
.
রাস্তায় লেগে থাকা তাজা লাল রক্তে ধূলো মিশে রঙটা খয়েরি থেকে এখন কেমন যেন ধূসর।
সিগনাল পোস্ট -এ আবার জ্বলজ্বল করে উঠলো লাল আলোটা……………….।

 

লেখক পরিচিতি ~ সমালী দাস চক্রবর্তী

প্রচ্ছদচিত্র উৎস ~ thequint.com

প্রচ্ছদচিত্র অলঙ্করণ ~ Anari Minds

2 comments

Comments are closed.