আমার দুর্গা 

Durgapuja, Friends, বাংলা

তুই যখন শ্বশুরবাড়ী গেলি, সত্যি বলছি – দুঃখের মাঝে আনন্দও পেয়েছিলাম খানিক। ঘরটা এবার পুরো আমার, বইয়ের আলমারীটারও ভাগ হবেনা আর। আনন্দমেলাটা দিয়ে গেলে টানাটানি করতে হবেনা কে আগে পড়বে বলে। পুজোর নাড়ুর ভাগটা আরো বেশি আসবে আমার দিকে। কথায় কথায় দিদিগিরী ফলাবিনা আর তুই।

কিন্তু বয়স যত বাড়লো, ঘরটা তত বেশি বড় মনে হতে লাগলো। বইয়ের তাকগুলো কেমন যেন খালি আছে অনেক। দোকানে গিয়ে চানাচুর কিনে আনাটা মিস করি খুব।

পুজো এলে, এয়ারপোর্টের মাঠে যখন কাশফুল ফোটে; তখন খুব ইচ্ছে করে আমি তোর অপু হই। পুজো পুজো গন্ধটা বলে দেয় তুই এবার আসবি পুঁচকেটাকে সঙ্গে নিয়ে। পুজোয় সবাই যখন মায়ের ঘরে আসার অপেক্ষা করে, আমি অপেক্ষা করি তোর জন্য।

সিনেমার বাইরে দুর্গার ভাই থাকতে নেই বুঝি!

 

 

লেখক ~  শান্তনু দাস

প্রচ্ছদচিত্র উৎস ~ https://punchtantra.com/userfiles/images

প্রচ্ছদচিত্র অলঙ্করণ ~ Anari Minds