অনুরাগ

Love Story, Saddest Stories Are The Best Stories, কবিতার খাতা, বাংলা

দীর্ঘ ভয়, দীর্ঘ শোক, দীর্ঘ অসুখ তার,
অভিসম্পাতে প্রিয় গান হয়ে
ফিরে আসো বার বার।

বাইরে শীতের রোদের আমেজে উলের ছোঁওয়ার রেশ,
ক্যাপুচিনো হাতে নিয়ম মানাতে
তুমিই জানো বেশ।

দেওয়াল জুড়ে সাজিয়ে যতনে, মুহূর্তগুলো বন্দী,
চেনা মাফলারে এড়িয়ে চলা
তোমার আদিম ফন্দী।

একা সোয়েটার, দীর্ঘমেয়াদী- ডার্ক সার্কেলে বোনা,
তোমায় ছেড়েছি তোমারই জন্যে
তাই প্রিয় যন্ত্রনা।

দূর থেকে প্রেমে জন্মবদল, আবার ফিরবো দেখো;
ততদিন তুমি আবেগী বাষ্পে
পরিনত হতে শেখো।

কথায় কথায় তর্কের সাথে দুরত্ব বাড়ে যত
প্রেমটা জমে শীতের দিনে
নলেন গুড়ের মতো।

প্রেমের মধ্যে যুদ্ধ অনেক, অভ্যেস বারোয়ারি;
আবার আমরা মিলবো যখন
ফিরবো তোমার বাড়ি।

আঙ্গুলে আঙ্গুলে রটে যাবে ফের এই কাছে আসাআসি,
নুনের কৌটো বুঝে যাবে শেষে
আসলে ভালোই বাসি।

প্রেমের আঁচে,অধিকারে বাড়ে ঠোঁটের নীচের ব্রন
তোমাকে ফেলবো, ভাঙবো
তবু ছাড়বোনা কক্ষনো।

 

 

 

কলমে ~ সাবর্ণ্য

প্রচ্ছদচিত্র উৎস ~ loverofsadness.net

প্রচ্ছদচিত্র অলঙ্করণ ~ Anari Minds