শুক_বলে_ওগো_”শাড়ি”

Anirban & Arijit, Humor, Series, আদতে আনাড়ি, বাংলা

– ফিরে এলাম বিরতির পর। দিদির অফুরন্ত ভাণ্ডারের মজা আপনারা অলরেডি নিচ্ছেন জানি। আসুন আরও কিছু দারুণ দারুণ স্টক দেখা যাক। দিদি, বার করুন আপনার ঝুলিতে আর কি কি আছে।

– এবার যেটা দেখাব, সেটা একেবারে ইউনিক পিস। পুরো ভারতে শুধু একজনেরই গায়ে থাকবে এটা। আর বানানোই হবে না কোনওদিন।

– আচ্ছা, যারা বানিয়েছিলেন ওদের কি হাত কেটে দেওয়া হয়েছে?

– হা হা, দেখুন এবার আমি যেটা দেখাচ্ছি, এটার নাম ঢাকাই-মখমলি-জারদৌসি-লক্ষ্ণৌই-বেনারসি।

– বাব্বা! এতো বড় নাম! আপনি মনে হয় অনেকগুলো একসাথে বার করে ফেলেছেন, একটা একটা করে দেখান, সময় আছে অনুষ্ঠানের।

– না না, এটাই এই শাড়ির ইউ এস পি। এর যে আঁচল টা দেখছেন সেটা জামদানী ধাঁচের, আর পাড় টা পিওর বেনারসি, বডি পুরো হাইব্রিড।

– একই শাড়িতে এতকিছু?

– হ্যাঁ, আর একটা মজার জিনিস হল পাড় আঁচল সব চেন দিয়ে আটকানো। মানে সামনেই তো পয়লা বৈশাখ, চাইলেই আপনি এটার বেনারসি পাড় খুলে অন্য একটা শাড়িতে লাগিয়ে নিতে পারেন।

– সত্যি দিদি, আপনি যা এক একটা আনেন না, আমার নিজেরই মনে হয় কিনে নি। দর্শকদের উদ্দেশ্যে বলি যে ওনার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে ফোন করবেন। মনে রাখবেন ওনার বুটিকের নাম “ঝরাপাতা বুটিক”।

– আর একটা কথাও বলি রাখি আমার ক্রেতা বন্ধুদের। এই শাড়ি আপনি মাল্টিপল ইউজ করতে পারবেন। দু তিনবার কাচার পরে একে আপনি বিছানায় পাতুন, বা গামছা হিসেবে ব্যবহার করুন, আপনার মর্জি।

– দারুণ তো! আচ্ছা দিদি, এবার আসা যাক দামের কথায়, মনে হয় সবাই তার জন্যই অপেক্ষা করছে, আপনার এত ভালো ভালো কালেকশান, অথচ দাম শুনলেই অবাক হয়ে যাই আমরা।

– হা হা, এই শাড়ির প্রত্যেকটা সুতো ইম্পোর্টেড। তাই এর আসল দাম হল ২৩০০০ টাকা। কিন্তু আমার থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র,…. মাত্র ২২৮৯৯ টাকায়।

– বিশ্বাস করতে পারছেন বন্ধুরা? মাত্র ২২৮৯৯ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর আর ইউনিক একটা শাড়ি! অবিলম্বে বুক করুন। একটা ফোন আসছে দিদি, একটু ধরে নি। হ্যালো! হ্যালো কে বলছেন।

– আমি অপর্ণা বলছি সোদপুর থেকে।

– হ্যাঁ বলুন আমরা শুনতে পাচ্ছি

– দিদি কে আমার একটা প্রশ্ন ছিল।

– করে ফেলুন।

– আচ্ছা দিদি, আপনি নিজে এখন যে শাড়িটা পড়ে আছেন, ওটা আমার খুব পছন্দ হয়েছে, যদি একটু দাম বলেন।

– এটা! এটা তো আমার বরের দেওয়া, আচ্ছা দাঁড়ান দেখছি…….

~~~♦~~~

#রোজ_সকালের_নাটক

#চ্যানেলের_আর_নাম_নিলুম_না

©অরিজিৎ গাঙ্গুলি