পাঠকের চোখে – কালিয়া মাসান

Anirban & Arijit, Book Review, Reviews, বাংলা

অভীক সরকার দার “কালিয়া মাসান” পড়লাম। জাস্ট ফাটাফাটি! অভীকদার লেখার অন্ধ ভক্ত হলেও একদম নিরপেক্ষভাবেই বলছি এই উপন্যাসটা ভুলেও মিস করবেন না! “দীপুপিসি” চরিত্রটা আমাদের আরও কিছু মাস্টারপিস গল্প উপহার দিতে চলেছে এমনটাই সন্দেহ করছি। গল্পের বুনোট তৈরি হয়েছে একটা ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে। দুই ভিন্ন সময়ের মধ্যে মেলবন্ধন অভীকদার লেখায় আগেও পেয়েছি। তবে এই উপন্যাসে তা সীমিত সময়ের জন্য হলেও গল্পের পটভূমি তৈরি করে দেয় দারুণভাবেই। ডিটেলিং এর দিক থেকেও এই লেখা আগের লেখাগুলোর থেকেও অনেক এগিয়ে। তবে, অতিপ্রাকৃত দৃশ্যের বিবরণে কিছু ঘটনা পড়ে পাঠকের মনে হতে পারে যে ভয়ের গল্পের এই উপাদান হয়তো বিদেশী সিনেমা থেকে অনুপ্রাণিত। কিন্তু, এতে লেখকের কোনও দোষ নেই। এই জঁরাতে সাহিত্যের উপাদান এত বেশি যে কিছু কিছু মিল সবসময়ই থেকে যায়। কিন্তু লেখক এখানে দৃশ্যের বর্ণনা যেভাবে করেছেন, তাতে গায়ের রোম খাড়া হতে বাধ্য! সবমিলিয়ে দুর্দান্ত একটা উপন্যাস পড়লাম অনেকদিন পর। ?

মায়াকানন বার্ষিকী সংগ্রহ করে একবার পড়ে নিন এই উপন্যাস চট করে। আমাকে ধন্যবাদ পরে জানালেও চলবে। 😉

© অরিজিৎ গাঙ্গুলি